Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্পের নাম
প্রোগাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প
প্রকল্প শুরু
01/07/2023
শেষের তারিখ
30/06/2028
প্রকল্পের ধরণ
অন্যান্য
বরাদ্দের পরিমাণ (টাকায়)
৩৩৫৮.৭৬৩০
সর্বশেষ হালনাগাদের তারিখ
20/08/2025
কাজের বর্ননা

বিস্তারিত

উদ্দেশ্য: ক) ফল ও সবজি ফসলের ৩ লক্ষ হেক্টর জমিকে এঅচ প্রত্যয়নের আওতায় আনয়ন।
খ) ফসলের উচ্চফলনশীল জাতের আবাদযোগ্য জমির পরিমাণকে নতুনভাবে ২ লক্ষ হেক্টর বৃদ্ধিকরণ।
গ) ধান জাতীয় অন্য দানাদার ফসল ডাল, তেল ও উদ্যান ফসলের আবাদি জমির পরিমাণ ২ লক্ষ হেক্টর বৃদ্ধিকরণ।
ঘ) উন্নত ও দক্ষ সেচ প্রযুক্তির আওতায় ১লক্ষ হেক্টর জমিকে সেচ এলাকার আওতায় বৃদ্ধিকরণ।
ঙ) “ কৃষক স্মার্ট কার্ড” পদ্ধতির মাধ্যমে সম্পসারণ সেবা, উপকরণ ভর্তুকি সহায়তা ও ঋণ সহায়তা সহজলভ্যকরণ।
চ) কৃষি পণ্য পরীক্ষাকরণের জন্য এক্রিডিটেড টেস্টিং প্রসেস এবং উন্নত ল্যাবরেটরী স্থাপন।
ছ) কৃষি সেবা, কৃষি উৎদ্ভাবন ও কৃষি বানিজ্যিকিকরণের লক্ষ্যে কৃষি উদ্যেক্তা ২০০০০ যুবক ও মহিলাকে প্রশিক্ষণ প্রদান।
জ) সম্প্রসারণ সিস্টেম এবং ঘঅজঝ ভুক্ত প্রতিষ্ঠান সমূহের পরিচালনা মূল্যায়ন পদ্ধতির উন্নয়নকল্পে নতুন প্রযুক্তি ও
উদ্ভাবণের মাধ্যমে গবেষণা এবং উন্নয়ন কর্মকান্ড বৃদ্ধিকরণ।
ঝ) নির্দিষ্ট কৃষি পণ্যের জন্য নুন্নতম ৫টি ভ্যালু চেইন প্রোমেশনাল বর্ডি গঠন ও পরিচালনা।
ঞ) মানসম্মত তথ্য ব্যবস্থাপনার উন্নয়ন (কৃষি পরিসংখ্যান, অভ্যন্তরিন ও আন্তর্জাতিক কৃষি বাজার গবেষণা) ।

ডাউনলোড