কৃষি বিষয়ক সেবার তালিকা :
১.সকল শ্রেণির কৃষক/ উদ্যোক্তাগণকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান ।
২. প্রকল্প / রাজস্ব কার্যক্রমের আওতায় প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী স্থাপন ।
৩. কৃষি উৎপাদন পরিকল্পণা প্রণয়ন ।
৪ প্রকল্প ভিত্তিক কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের সচতেনতা বৃদ্ধিকরণ ।
৫. ফসল উৎপাদন পরিকল্পণা প্রণয়ন ।
৬ . উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ ।
৭. উদ্যান নার্সারী রেজিস্ট্রেশন ।
৮. বালাইনাশক রেজিস্ট্রেশন, ডিলার নিবন্ধন ও নবায়ন।
৯.সার ডিলারশীপ নবায়ন।
১০. অন লাইন সার সুপারিশ প্রদান।
১১. কৃষি প্রণোদনা ও পূণর্বাসন কার্যক্রম বাস্তবায়ন ।
১২.এ্যাপস এবং মোবাইলের মাধ্যমে কৃষি সেবা প্রদান।
১৩.কৃষি আবহাওয়া ও আগাম সতর্কীকরণ এবং পূর্বাভাস প্রদান।
১৪. কৃষি বিষয়ক উৎপাদন প্রযুক্তি, সার ও সেচ ব্যবস্থাপণা।
১৫.কৃষি জমির মাটি পরীক্ষা ও সার সুপারিশ।
১৬. ফসলের ক্ষতিকর রোগ পোকা সনাক্তকরণ ও সমাধান ।
১৭.ভেজাল সার, বালাইনাশক ও পিজিআর বাজার মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ ।
১৮ দেশি বিদেশি ফলের উন্নত জাতের মানসম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ।
১৯ সরকারি ধান, চাল , গম ও আলু সংগ্রহে সহায়তা প্রদান ।
২০. কৃষিপণ্য আমদানি ও রপ্তানিতে সংগনিরোধ কার্যক্রম পরিচালনা করা ।
২১. কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউটের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ( ডিপ্লোমা কৃষিবিদ )।
২২. বাজার সংযোগ স্থাপন ( মার্কেট লিংকেজ )।
২৩. প্রাকৃকিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও ফসলহানির প্রতিবেদন ।
২৪ .শস্য কর্তন ও ফলন নিরুপনে পরিসংখ্যান বিভাগের সাথে সমন্বয় সাধন ।
২৫. গবেষণাগার ও আন্ত:মন্ত্রণাল|য় সংস্থার সাথে সমন্বয় সাধন ।
২৬. বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন তৈরি ও প্রেরণ।
কী সেবা , কিভাবে পাবেন :
উদাহরণ- ১
সেবা নাম : কৃষি প্রণোদনা / পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন :
ধাপ সমুহ : ( কীভাবে পাবেন )
১ম ধাপ : মন্ত্রণালয় / জাতীয় পর্যায় থেকে নীতিমালা ও রেজুলেশনসহ জেলা পর্যায়ে বরাদ্দ প্রদান ।
২য় ধাপ : জেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক রেজুলেশন সহ উপজেলায় উপ বরাদ্দ প্রদান ।
৩য় ধাপ : উপজেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক ইউনিয়ন পর্যায়ে উপ বরাদ্দ প্রদান ।
৪র্থ ধাপ : ইউনিয়ন কৃষি কমিটি কর্তৃক উপযুক্ত কৃষক নির্বাচন ও কৃষকের অগ্রাধিকার তালিকা তৈরি , অনুমোদন ও উপজেলায় প্রেরণ ।
৫ম ধাপ : প্রাপ্ত অগ্রাধিকার তালিকা উপজেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক যাচাই ও অনুমোদন ।
৬ষ্ঠ ধাপ : বরাদ্দপ্রাপ্ত উপকরণ ( সার , বীজ ) ক্রয় এবং ইউনিয়ন পর্যায়ে বিতরণ।
৭ম ধাপ : ইউনিয়ন কৃষি কমিটি কর্তৃক সংশ্লিষ্ট কৃষককে কৃষি কার্ড ও ছবিসহ মাস্টার রোলের মাধ্যমে উপকরণ বিতরণ ও তা সংরক্ষণ।
উদাহরণ – ২
সেবা নাম : বালইনাশক লাইসেন্স প্রদান/ নবায়ন :
ধাপসমুহ :
১ম ধাপ : একজন প্রাপ্ত বয়স্ক উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি (পুরুষ) উপজেলা কৃষি অফিসে নির্ধারিত ফরমে আবেদন করবেন ( ট্রেড লাইসেন্স, ট্রেজারি চালানসহ )।
২য় ধাপ : এসএপিপিও এবং এইও ( পিপি )/ ইউএও কর্তৃক আবেদনকারীর দোকান, এলাকার চাহিদা ও অন্যান্য যোগ্যতা যাচাই এবং সুপারিশ প্রদান/ বাতিল ও জেলায় প্রেরণ ।
৩য় ধাপ : জেলায় অতিরিক্ত উপ পরিচালক ( পি পি ) প্রাপ্ত আবেদনসমুহ যাচাই বাছাই ও প্রয়োজনে পূণ: তদন্ত পূর্বক সন্তুষ্ট হলে লাইসেন্স ইস্যু বা নবায়ন করে উপজেলায় প্রেরণ করবেন ।
৪র্থ ধাপ : আবেদনকারী উপজেলা থেকে লাইসেন্স সংগ্রহ করবেন এবং এর ফটোকপি দোকানের দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখবেন ।
উদাহরণ – ৩ :
সেবার নাম : প্রকল্প ভিত্তিক প্রর্দশণী স্থাপন :
১ম ধাপ : উপ পরিচালকের কার্যালয় কর্তৃক উপজেলায় প্রদর্শনী / প্রশিক্ষণের বরাদ্দ প্রদান।
২য় ধাপ : উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক এসএএও সভায় প্রাপ্ত বরাদ্দ উপস্থাপন, প্রদর্শনী স্থাপনের উপযোগী জমি ও ক্যাটাগরি ভিত্তিক উপযুক্ত কৃষক নির্বাচন বিষয়ক বিস্তারিত আলোচনা।
৩য় ধাপ : এসএএও কর্তৃক কৃষক দলের সাথে আলোচনা ও কৃষকের অগ্রাধিকার তালিকা তৈরি ও উপজেলা কৃষি অফিসে জমা দান।
৪র্থ ধাপ : ইউএও / এইও কর্তৃক নির্বাচিত জমি ও কৃষকের মতামত যাচাই এবং অনুমোদন/ বাতিল।
৫ম ধাপ : নির্বাচিত কৃষকদের প্রদর্শনীর প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ।
৬ষ্ঠ ধাপ : কৃষক, এসএএও এবং ইউএও/ এইও এর উপস্থিতিতে প্রদর্শনী স্থাপন ও পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান।
৭ম ধাপ : কৃষক, এসএএও এবং এইও কর্তৃক প্রদর্শণী প্লট নিয়মিত পরিদর্শন / মনিটরিং, শর্স কর্তন , মাঠ দিবস , এর প্রভাব ও ফলাফল প্রতিবেদন প্রেরণ ।
কৃষি প্রযুক্তি :
কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষির আধুনিকায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বর্তমানে যে সকল কৃষি প্রযুক্তি মাঠে ব্যবহৃত হচ্ছে –
অ ) ভাসমান বেডে সবজি চাষ ।
আ ) গ্রীষ্মকালিন পেঁয়াজ/ তরমুজ/ টমেটো চাষ ।
ই) ধানের সঠিক বয়সের চারা রোপন
ঈ) ধানের সমলয় চাষ পদ্ধতি
ক) ক্ষতিকর পোকা দমনে :
১. সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার
২.স্টিকি ইয়োলো কার্ড ব্যবহার।
৩ জৈব বালাইনাশক
৪. ট্রাইকোডার্মা
খ ) সার প্রয়োগ :
১. ভার্মি কম্পোস্ট
২. কুইক কম্পোস্ট
৩. ট্রাইকো লিচেট
৪.জীবাণু সার
৫. ফলিয়ার স্প্রে
৬. সুষম সার ব্যবহার
গ) সেচ প্রদান সংক্রান্ত :
১. এডব্লিউডি পদ্ধতি
২. ফিতা পাইপ
৩. ড্রিপ সেচ
৪. বারিড পাইপ
৫. হাইড্রোফনিক চাষ
ঘ ) নতুন জাত সম্প্রসারণ
১. উফশী জাত – দানাদার ফসল, ফল ও সবজি
২.হাইব্রিড জাত – ধান, ভূট্টা , ফল ও সবজি ( ক্যাপসিকাম , লেটুস , ব্রকোলী )
পারিবারিক পুষ্টি উন্নয়ন :
১. বসতবাড়িতে সারা বছর বাগানাকারে সবজি চাষ ।
২. বসতবাড়িতে উন্নত জাতের ফলের চারা রোপন, পরিচর্যা ও বছরব্যাপি ফল উৎপাদন।
৩ বাড়ির পাশে পতিত জমিতে ছায়াযুক্ত স্থানে আদা, হলুদ, মিষ্টি আলু, পুঁইশাক, লেবু ও ধনিয়ার চাষ।
৪, পুকুরপাড়ে পানির উপর চালায় লাউ, করলা , শশা ও তরমুজ চাষ ।
৫.অফলা গাছে গোল মরিচ, পান ও গাছ আলু চাষ ।
৬. ঘরের চালায় লাউ ও কুমড়া চাষ ।
ঙ) বীজ উদ্যেগক্তা তৈরি , মান সম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ :
১. কৃষক দলভিত্তিক উফশী জাতের ধান , গম , পাট ও আলুবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন ।
২. আধুনিক উফশী জাতের ডাল , তেল ও মসলা ফসলের বীজ উৎপাদন , সংরক্ষণ ও বিতরণ ।
চ) কৃষি যান্ত্রিকীকরণ:
১. ধান কাটারযন্ত্র - রিপার, মিনি ও কম্বাইন্ড হার্ভেস্টার।
২. রাইস ট্রান্সপ্লান্টার
৩. সিড ড্রিলার / শেল ক্রাসার (ভূট্টা )
৪. উইডার/ হ্যারোয়ার/ সিড ড্রায়ার
ছ ) নতুন ফসল ও বিদেশি ফল সবজি চাষ :
১. ভূট্টা, আম , পেয়ারা , কুল , তরমুজ , ড্রাগন ফল , নাশপাতি , রাম্বুটান ,
২. সবজি – লিক, ফ্রেন্মবীন, ব্রকোলি, স্কোয়াস , ক্যাপসিকাম , লেটুস ।
জ) উচ্চ মূল্যের ফসল চাষ :
১. তরমুজ , ক্যাপসিকাম , ড্রাগন ফল , বিদেশি আম , পেয়ারা, কাজুবাদাম , কালোজিরা,শরিফা, ।
ঝ) ছাদ বাগান :
১. ছাদ বাগানের নকসা তৈরি
২. ছোট আকৃতির ফল , সবজি , ফল ও ওষুধি গাছের বাগান স্থাপন
ঞ) মালচিং :
১. জৈব আবর্জনা দ্বারা মালচিং ।
২. পলিথিন শীট মালচিং ( তরমুজ , শশা , টমেটো )
প্রুণিং :
১. প্রুনিং – আম , পেয়ারা , মাল্টা , কমলা , লেবু ।
২. কলম – গ্রাফটিং – আম
, মাল্টা, লেবু , কাঠাল , জাম্বুরা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS